সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৬ মে ২০২২, ০১:৪৩
করোনা মহামারীর কারণে গত দুই বছর ঈদের জামাত আদায়ে ছিল নানা ধরনের বিধিনিষেধ। এবার সেই বিধিনিষেধের প্রায় পুরোটাই উঠে গিয়েছিল। ফলে দুই বছর পর পুরো দেশে গত মঙ্গলবার স্বস্তির সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া খারাপ থাকলেও তা উপেক্ষা করেই ঈদগাহে উপস্থিত হয়েছিল নানা বয়সের মুসল্লিরা। কোথাও কোথাও প্রবল বর্ষণের মধ্যেই ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মহান রাব্বুল আলামীনের কাছে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হয়। প্রধান ঈদ জামাতের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশী কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।
তবে এখনো করোনা মহামারীর প্রার্দুভাব থাকায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন দরবার হলে ঈদের নামাজ আদায় করেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিশু-কিশোর বয়োবৃদ্ধরা ছুটে যায় ঈদগাহ ও মসজিদের দিকে। নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জাতীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২৫৯টি ঈদ জামাত।
মহানগরীতে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। প্রধান জামাতে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।
একই স্থানে সকাল পৌনে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে। সকাল ৮টায় এই জামাত শুরু হয়। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্য ড. সাইয়্যেদ আবু নোমান। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাহসমূহে ঈদুল ফিতরের নামাজও এই সময়ে অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এ ছাড়া চট্টগ্রাম সিটি কপোরেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরের ৪১ ওয়ার্ডে দেড় শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।
ময়মনসিংহে মুষলধারে বৃষ্টির মধ্যেই প্রধান জামাত অনুষ্ঠিত
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে মুষলধারে বৃষ্টির মধ্যেই আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক এনামুল হকসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা এখানে ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, পুলিশ লাইন্স জামে মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ ও দুই হাজার ৪৫০টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।