খেলাফত আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ২২ এপ্রিল ২০২২, ০২:০৮
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, পবিত্র মাহে রমজান সংযম অনুশীলনের মাস, আত্মশুদ্ধি ও তাকওয়া তথা আল্লাহর ভয়ে সব অন্যায়, অপরাধ, দুর্নীতি, অনৈতিক ও অশ্লীলতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ গ্রহণের মাস। এ মাসের মর্যাদা রক্ষা করে নিজেকে পরিশুদ্ধ করার সাধনায় মগ্ন হওয়া এবং সারা বছর তার আলোকে জীবন পরিচালনা করতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রতি বছর রমজানকে সঠিকভাবে মূল্যায়ন না করে দুনিয়াবি ও অন্যায় ফায়দা উঠানোর মচ্ছবে লিপ্ত হয়ে উঠে কিছু মানুষ। যার কুফল সাধারণ জনগণকে ভোগ করতে হয়।
রাজধানীর লালবাগস্থ খেলাফত মিলনায়তনে গতকাল খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত ‘তাক্বওয়া ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলাফত আন্দোলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, হাফেজ মাওলানা আবু তাহের, নায়েবে আমির মাওলানা ফিরোজ আশরাফি, মাওলানা মাহবুুবুর রহমান, মুফতি আখতারুজ্জামান আশরাফি, নগর সম্পাদক মোফাচ্ছির হোসাইন, যুগ্ম সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হোসাইন, বিচার ও আইন বিষয়ক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা