সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ : জেএসডি
- নিজস্ব প্রতিবেদক
- ২১ এপ্রিল ২০২২, ০০:১৩
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) বলেছে, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সমাজে স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার অক্ষম হয়ে পড়েছে। এখন এ সরকারকে অপসারণ করা জরুরি রাজনৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। দেশের বিদ্যমান সঙ্কট নিরসনে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং রাষ্ট্র মেরামতের প্রয়োজনে ‘জাতীয় সরকার’ গঠন অনিবার্য। গতকাল বুধবার জাতীয় জেএসডি সাভার উপজেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভায় জেএসডি কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো: সিরাজ মিয়া ও কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।
তারা বলেন, দুটো ফাস্টফুড দোকানের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় অপশাসনে সমাজ ধ্বংসের মুখোমুখি। অবৈধ সরকারের ভয়ঙ্কর সংস্কৃতি পুরো সমাজকে গ্রাস করে ফেলেছে। সংঘর্ষে ব্যবসায়ী, দোকানকর্মী, শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত ও কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ মারা যান। সংঘর্ষে দুই পক্ষকেই পেট্রোল বোমা ব্যবহার করতে দেখা যায়। পুলিশের বুলেটে ৫ জন ছাত্র আহত হয়েছে। ঘটনাস্থলের একদিকে নীলক্ষেত পুলিশ বক্স, অন্যদিকে সাইন্সল্যাব পুলিশ বক্স আর নিউমার্কেট থানা। তারপরও সংঘর্ষের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের অনুপস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে তাণ্ডব চালায় দুইপক্ষ। পরিস্থিতি জটিল আকার ধারণ করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নামেনি।
সাভার উপজেলা জেএসডি নেত্রী বেগম ইলোরা খাতুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ঢাকা জেলা সভাপতি অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, যুব পরিষদের এস এম সামছুল আলম নিক্সন, জাতীয় শ্রমিক জোটের মোশাররফ হোসেন মন্টু, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ মনির হোসেন, পারভেজ হোসেন, সাহেরা বেগম, নূরজাহান বেগম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা