মসজিদুল আকসা রক্ষায় মুসলিম উম্মাহকে জেগে উঠতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ এপ্রিল ২০২২, ০০:১৫
রমজানের পবিত্রতা নষ্ট করে মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসায় নিরীহ মুসল্লিদের ওপর ইসরাইলি ইহুদি সন্ত্রাসীদের হামলা পুরো বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। ইসরাইলি পুলিশ এ গর্হিত কাজ করে মানবাধিকার লঙ্ঘন করেছে। এখনই সময় মুসলিম উম্মাহকে জেগে উঠে মসজিদে আকসা রক্ষা করার।
গতকাল যুব জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এ কথা বলেন।
রাজধানীর পল্টনের ওয়েস্টন হোটেলে যুব জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালীম বিন হারুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, ডেমোক্র্যাটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তের সিনিয়র সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি জাকির হোসাইন খান, প্রিন্সিপাল বেলায়েত হোসেন আল-ফিরোজী, মুফতি আতাউর রহমান খান, মাওলানা তোফায়েল গাজালি, মুফতি আবু সাঈদ, মুফতি কামরুজ্জামান কাসেমী, মুফতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত সভাপতি নিজাম উদ্দিন আল আদনান ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।
মাহফিলে জমিয়তের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা