২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কালচারাল একাডেমির নববর্ষ পালন

-

বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ বলেছেন, বাংলা নববর্ষের সাথে জড়িয়ে আছে আমাদের গৌরবময় ঐতিহ্য। তাই বর্ষবরণের অনুষ্ঠানমালাকে আমাদের ঐতিহ্যের আলোকে সাজাতে হবে, উদযাপন করতে হবে। কিন্তু আজ আমরা সেই ঐতিহ্য ভুলে গেছি। গত ১৪ এপ্রিল ১ বৈশাখ জাতি অবাক হয়ে তাই প্রত্যক্ষ করল। গত ১৫ এপ্রিল শনিবার বাংলাদেশ কালচারাল একাডেমি মিলনায়তনে ‘সিয়ামের আবহে বাংলা নববর্ষ’ শিরোনামে এক মনোজ্ঞ আয়োজনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নাসির হেলাল। আরো বক্তব্য রাখেন একাডেমির সহসভাপতি সবুজ চৌধুরী, আবেদুর রহমান, সেক্রেটারি ইবরাহীম বাহারী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া ও প্রচার সম্পাদক হারুন ইবনে শাহাদাত। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শহীদ সিরাজী, কবি আমিনুল ইসলাম। একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে কবি মতিউর রহমানের এলো বৈশাখ গানটি পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement