২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ম্যাচ পাতানোয় ৫ ক্লাবকে বাফুফের চিঠি

-

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) চলছে পাতানো খেলার উৎসব। বাফুফের নজরেও এসেছে এই ম্যাচ গড়াপেটা আর স্পট ফিক্সিংয়ের বিষয়টি। তাই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন পর্যন্ত পাঁচটি ক্লাব এই ম্যাচ পাতানোর সাথে জড়িত বলে অভিযোগ। তাই বাফুফে এই পাঁচ ক্লাবকে চিঠি দিয়েছে তাদের জবাব জানাতে। ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল এবং নবাগত গোপালগঞ্জ স্পোর্টিংয়ের খেলা পাতানো হওয়ার অভিযোগ উঠায় এই দুই ক্লাবকে চিঠি দেয়া হয়েছে। ২৪ মার্চ চিঠি দেয়া হয় এই ক্লাবকে। ১৭ মার্চ চিঠি গেছে কাওরানবাজার প্রগতি সঙ্ঘের কাছে। আর ২ এপ্রিল চিঠি দেয়া হয়েছে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা এবং উত্তরা ফুটবল ক্লাবকে। পাঁচ ক্লাব জবাব দেয়ায় আজ বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি এ নিয়ে সভায় বসছে।


আরো সংবাদ



premium cement