২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গ্রুপ জানা থাকলে রক্ত দেয়া ও নেয়া সহজ হয়

-

রক্তের গ্রুপ জানা থাকলে হঠাৎ প্রয়োজন পড়লে রক্ত দেয়া ও রক্ত গ্রহণ সহজ হয়। এতে মূল্যবান জীবন রক্ষা পায়। রক্ত দানের মতো মহৎ কাজের প্রথম পদক্ষেপটিই শুরু হয় রক্তের গ্রুপ নির্ধারণের মাধ্যমে। গতকাল শনিবার সকালে রামপুরা থানার দক্ষিণ বনশ্রীর উত্তরণ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ে উত্তরণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ছাড়াও রক্তরোগ ও রক্তদানের উপকারিতা সম্বন্ধে অবহিত করা হয়। এতে বলা হয়, তিন মাস পরপর ১৮ থেকে ৪৫ বছরের কমপক্ষে ৪৮ কেজি ওজনের একজন সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারেন যদি তিনি কয়েকটি জীবাণু মুক্ত থাকেন। গতকাল মোট ১৬০ জনের রক্তের গ্রুপিং করে দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, কলেজের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আশরাফ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো: আজিজুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিআইএমটির সভাপতি মো: জুন্নুন রেজা চৌধুরী। উপস্থিত ছিলেন উত্তরণ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো: শহীদুল আলম, মাওলানা আব্দুল মান্নান, জান্নাতুল ফেরদৌস, মো: সাজ্জাদুল ইসলাম, রোমেনা খাতুন।


আরো সংবাদ



premium cement