২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কেন্দ্রীয় শহীদ মিনারে হাসান আরিফকে শেষ বিদায়

-

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। গতকাল বেলা ১১টায় শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নিয়ে আসা হয় হাসান আরিফের লাশ। সেখানে বেলা ১টা পর্যন্ত শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে শোক র্যালির মাধ্যমে লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়া হয়। সেখানে বাদ জোহর নামাজে জানাজা হয়।
শ্রদ্ধা নিবেদন পর্বে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, হাসান আরিফের ছোট বোন রাবেয়া রওশন তুলি, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, হাসান আরিফ আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেছেন। সারা দেশের সংস্কৃতি চর্চায়, বিশেষ করে কবিতা চর্চা, কবিতা আবৃত্তিকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অসামান্য অবদান ছিল। দেশের গড় আয়ু ৭৩ বছরের বেশি। সে হিসেবে তার আরো অনেক বছর বেঁচে থাকার কথা ছিল। তিনি আমাদের মধ্য থেকে চলে গেছেন। নিঃসন্দেহে তার এ মৃত্যু আমাদের সংস্কৃতি আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা তার চলে যাওয়ায় শোকাহত। তার চলে যাওয়ায় সংস্কৃতি আন্দোলনে যে অভাবের সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। বর্তমানে যারা সংস্কৃতি চর্চা করেন তার রেখে যাওয়া কাজে তাদের হাল ধরতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন একে অপরের হাত ধরে চলে। সেখানে তিনি সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। নিঃস্বার্থভাবে এ দেশকে ভালোবেসে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে তার অবদান অনস্বীকার্য। তিনি তার কণ্ঠ দিয়ে সারাদেশে সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিয়েছেন।
এ ছাড়া হাসান আরিফের কফিনে শ্রদ্ধা জানানো বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মধ্যে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মশিউর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), স্বেচ্ছাসেবক লীগ, ছায়ানট, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, উদীচী, সংস্কৃতি মঞ্চ, বাংলাদেশ পুলিশ থিয়েটার, পদাতিক নাট্যসংসদ বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, সেক্টর কমান্ডার্স ফোরাম বাংলাদেশ, আবৃত্তি অঙ্গন, আবৃত্তি সংগঠন ত্রিলোক, শ্রুতিঘরসহ নানান পেশার মানুষ।
শুক্রবার দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৫৬ বছর।


আরো সংবাদ



premium cement
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় হিজবুল্লাহর একাধিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত মানবতার কল্যাণই জামায়াতের রাজনীতির মূলমন্ত্র : ড. মুহাম্মদ রেজাউল করিম ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সরকারের পদক্ষেপ কী? চীনের দ্বিতীয় বৃহত্তম হ্যাকিং গ্রুপকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র ভারত ৪০০-এর আগেই গুটিয়ে যাবে : মাহমুদ হাসান ট্রাম্পের টার্গেট ইউক্রেন, কমলার গাজা সুইয়িং স্টেটগুলোর ভোটে প্রেসিডেন্ট হবেন ট্রাম্প! ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র! ক্ষুব্ধ রাশিয়া মার্কিন আদালতে অজিত ডোভালকে সমন, খালিস্তানি নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ

সকল