১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ঢাকাসহ জেলাপর্যায়ে বিএনপির অনশন

আ’লীগের চাঁদাবাজিতে বাড়ছে দ্রব্যমূল্য : আমীর খসরু

-

রাজপথেই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন ছাড়া নিত্যপণ্যের দাম কমবে না। আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়েছে। তাই এই সরকারের পতন ছাড়া নিত্যপণ্যের দাম কমার কোনো সুযোগ থাকবে না। তবে এবার রাজপথেই সরকারের পতন ঘটাতে হবে। আর সেটা আমরা করবই। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে প্রতীকী গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এই প্রতীকী অনশন হয়। বেলা ১১টায় অনশন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনশন চলে বিকেল ৩টা পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর যারা গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকবে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা এত নিচে নেমে গেছে যে দৈনন্দিন জীবনে তারা হিমশিম খাচ্ছে। নিম্ন আয়ের বহু মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই যে মাথাপিছু আয়ের বক্তব্য তারা (সরকার) প্রতিদিন দিচ্ছে, মাথাপিছু আয়ের প্রকৃত সঠিক চিত্র হচ্ছেÑ আরো বেশি বাংলাদেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এটাই হচ্ছে সত্য।
ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা: দেওয়ান মো: সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানসহ ঢাকা জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অফিস জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বুধবার নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের পাশে বেলা ১১টায় অনশন কর্মসূচি শুরু হয়ে বেলা ৩টায় শেষ হয়। কর্মসূচিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহবুবুর রহমান লিটন, মহানগর যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা যুগ্ম-আহ্বায়ক ফকরউদ্দিন আহমদ বাচ্চু, আলমগীর মাহমুদ আলম, আকতারুল আলম ফারুক, অ্যাডভোকেট ফাত্তাহ খান ও আকতারুজ্জামান বাচ্চু, সদস্য এ বি সিদ্দিকুর রহমান, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, শ্রমিক দলের জেলা সভাপতি আবু সাঈদ, কৃষক দলের জেলা আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরিদপুর সংবাদদাতা জানান, ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে গতকাল সকাল ৯টা থেকে বেলা ৩টা প্রতীকী অনশন কর্মসূচি পালন করে বিএনপি। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা আতাউর রশীদ বাচ্চু, দেলোয়ার হোসেন দিলা, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, মহানগর যুবদলের সভাপতি সভাপতি বনজির আহমেদ তাবরিজ, স্বেচ্ছাসেবক দলনেতা হাসানুর রহমান মৃধা, ছাত্রদল নেতা ক্যাপ্টেন সোহাগ প্রমুখ।
গাজীপুর মহানগর সংবাদদাতা জানান, গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় অনশন কর্মসূচি শুরু হয়। বেলা ২টায় গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। এতে সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ। মামলা, হামলা, গ্রেফতার দূরে থাক জনগণের আন্দোলনের মুখে আপনারা বন্দুক উঁচিয়ে গুলি করার সময়ও পাবেন না। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ন কবীর খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা হুমায়ুন কবীর মাস্টার, মো: শাহজাহান ফকির, খায়রুল আহসান মিন্টু, অ্যাডভোকেট কাজী খান প্রমুখ।
বগুড়া অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত দলের নেতাকর্মীরা শহরের নবাববাড়ী রোডস্থ জেলা কার্যালয়ের সামনের রাস্তায় অনশন করে। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং দলীয় সঙ্গীত প্রচার করা হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, আহসানুল তৈয়ব জাকির, আইনজীবী নেতা আসগার আলী, সাংবাদিক নেতা মীর্জা সেলিম রেজা প্রমুখ। বক্তব্য শেষে কর্মসূচির সভাপতি সাইফুল ইসলামকে পানি পান করিয়ে প্রতীকী অনশন ভঙ্গ করান প্রধান অতিথি। এতে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। এতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনশন কর্মসূচিতে বক্তারা দ্রব্যমূল্য কমানোর দাবি জানান এবং আগামী সংসদ নির্বাচনে বর্তমান সরকারকে প্রতিহত করার ঘোষণা দেন।
ফেনী অফিস জানায়, গতকাল বুধবার সকালে ফেনী শহরের ইসলামপুর রোডের দলীয় কার্যলয়ে প্রতীকী অনশন শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। অনশনে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক জহির চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, যুবদলের সহসভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ অংশ নেন।


আরো সংবাদ



premium cement
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি

সকল