২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

৫টি মৌলিক প্রশ্নে জাতীয় ঐক্য দরকার : আ স ম র

-

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতিরাষ্ট্র হিসেবে স্বাধীনতার ৫০ বছর পর আমাদের অর্জন, সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন করতে হবে স্বাধীনতার ঘোষণাপত্রে প্রতিশ্রুত ‘সাম্য’, ‘মানবিক মর্যাদা’ ও ‘সামাজিক সুবিচার’ এসবের আলোকে। কিন্তু ঔপনিবেশিক শাসন কাঠামো বহাল থাকায় গত ৫০ বছরে স্বাধীনতার লক্ষ্য অর্জনে আমরা কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আকাক্সিক্ষত বাংলাদেশ : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, যে নৈতিক ভিত্তি, যে বৈশিষ্ট্য, যে নীতি এবং শাসনকাঠামোর ওপর একটি রাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত হয়, আমাদের প্রজাতন্ত্রে সে সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ক্ষমতার পরিবর্তন ও গণমুখী রাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনে পাঁচটি মৌলিক প্রশ্নে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি। প্রস্তাবিত পাঁচটি বিষয় হচ্ছে: ১. সংবিধান সংস্কার, ২. ন্যায়বিচার প্রতিষ্ঠা, ৩. মানবাধিকারের নিশ্চয়তা, ৪. রাষ্ট্র মেরামত ও ৫. নিরপেক্ষ নির্বাচন।
রব বলেন, এই পাঁচটি মৌলিক প্রশ্নের ভিত্তিতে দফাওয়ারি ন্যূনতম কর্মসূচি প্রণয়ন করে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা করাই এই মুহূর্তের আশু করণীয়। এই ‘ঐতিহাসিক অনিবার্যতা’কে কেন্দ্র করেই রাজনীতিতে বিস্ফোরণ ঘটবে এবং মৌলিক পরিবর্তনের সূচনা হবে। রাষ্ট্র পুনর্গঠনে ইতিহাস যে সুযোগ আমাদের দিয়েছে তা যেন দলীয় সঙ্কীর্ণতায় হাতছাড়া হয়ে না যায়।
তিনি আরো বলেন, বর্তমান অবৈধ সরকার বিদায়ের পর সাংবিধানিক শূন্যতা ও রাজনৈতিক সঙ্কট পূরণ, রাষ্ট্রের ধ্বংসপ্রাপ্ত প্রশাসন পুনর্গঠন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ও রাষ্ট্র মেরামতে এবং দ্রুততম সময়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের রায় ও সম্মতির ভিত্তিতে গঠিত প্রতিনিধিত্বশীল সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য ‘জাতীয় সরকার’ প্রয়োজন।
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি আনিছুর রহমান খান, মো: সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব এবং কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় হিজবুল্লাহর একাধিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত মানবতার কল্যাণই জামায়াতের রাজনীতির মূলমন্ত্র : ড. মুহাম্মদ রেজাউল করিম ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সরকারের পদক্ষেপ কী? চীনের দ্বিতীয় বৃহত্তম হ্যাকিং গ্রুপকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র ভারত ৪০০-এর আগেই গুটিয়ে যাবে : মাহমুদ হাসান ট্রাম্পের টার্গেট ইউক্রেন, কমলার গাজা সুইয়িং স্টেটগুলোর ভোটে প্রেসিডেন্ট হবেন ট্রাম্প! ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র! ক্ষুব্ধ রাশিয়া মার্কিন আদালতে অজিত ডোভালকে সমন, খালিস্তানি নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ

সকল