২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উত্তর-পূর্বাঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

-

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজ কুমার রঞ্জন সিং বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কেবল বাংলাদেশের জনগণের স্বার্থই সুরক্ষিত করছে না, এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে গত সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে রঞ্জন সিং এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখি।
রঞ্জন সিং বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সোনালি অধ্যায় অতিক্রম করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর বাংলাদেশ সফর করেছেন। বঙ্গবন্ধু কেবল বাংলাদেশের স্বাধীনতার স্থপতিই নন, তাকে ভারতেও বীরের মর্যাদা দেয়া হয়।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও তার স্ত্রী জাকিয়া হাসনাথ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।


আরো সংবাদ



premium cement