২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
রাজধানীসহ জেলা শহরে বিক্ষোভ

সরকার বেসামাল হয়ে গেছে : বামজোট

-

সরকার বেসামাল হয়ে দমনের মাধ্যমে শাসন করার স্বৈরতান্ত্রিক পথ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছে বামজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এই মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত সোমবার সারা দেশে বামজোটের আহ্বানে আধাবেলা হরতাল পালনকালে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা আক্রমণ, নেতাকর্মীদের আহত ও গ্রেফতার করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে বামজোট।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে সরকার জনগণের ক্ষোভ ও হাহাকার বিনাশ করতে চায়। তবে দমনপীড়ন আর রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলা করে সরকার এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণসংগ্রাম জোরদার করা হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে প্রশমিত করতে খাদ্যের প্রয়োজনীয় জোগান দেয়ার পরিবর্তে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে মানুষের ক্ষোভ ও হাহাকার দমাতে চায়। মানুষকে বাঁচানোর বাম জোটের গণদাবির শান্তিপূর্ণ হরতালে পুলিশ ও সরকারদলীয় দ্বর্ুৃত্তরা কোনো উসকানি ছাড়া যেভাবে হামলা চালিয়েছে তা সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের উলঙ্গ বহিঃপ্রকাশ।
কোনো হামলা আক্রমণ ও দমন নিপীড়ন চালিয়ে সরকার শেষ রক্ষা করতে পারবে না। তিনি হরতালে নেতাকর্মীদের ওপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদের বজলুর রশিদ ফিরোজ, সিপিবির মিহির ঘোষ, ইউসিএলের আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী প্রমুখ। এ সময় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ সংঘর্ষ ও অগ্নিসংযোগে উত্তাল দীঘিনালা : নিহত ৩ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দফতর আজ বিকেল থেকে চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশনও আইন হাতে তুলে নেয়ার প্রবণতা দেশের শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি : মিয়া গোলাম পরওয়ার

সকল