২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় বখাটের উৎপাতে মাদরাসাছাত্রীর আত্মহত্যা!

-

চুয়াডাঙ্গায় বখাটের উৎপাতে ও পরিবারের বঞ্চনায় অভিমান করে মাসুমা আক্তার (১৭) নামের এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় নিজ ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। মাসুমা হকপাড়ার চা বিক্রেতা আমিনুল ইসলামের মেয়ে এবং চুয়াডাঙ্গা রেলবাজার আলিয়া মাদরাসার একাদশ শ্রেণির ছাত্রী।
আত্মহত্যাকারী মাসুমার পিতা আমিনুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে লেখাপড়ার পাশাপাশি আমার সব কাজে সাহায্য করত। গত শুক্রবার সকালে সে আমার চায়ের দোকান খুলে চা তৈরির ব্যবস্থা করছিল। ঠিক সে সময় আরামপাড়ার মোবার ছেলে কালাম (২৫) দোকানে ঢুকে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। আমার মেয়ে তাকে নিষেধ করলে সে মাসুমাকে চড় মারে ও একটি হাতুড়ি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। এ সময় মাসুমা সেখান থেকে পালিয়ে যায়। আমি ঘটনাটি মাছপট্টি ও গমপট্টি বাজার কমিটিকেও জানাই। এদিকে দোকানে গেলে লোকজন মাসুমাকে কালাম কেন থাপ্পড় মেরেছে, সে বিষয়ে জানতে চায়। সন্ধ্যার আগে আমি বাড়ি ফিরে এসে তাকে ডেকেও কোনো সাড়া পাইনি। ওর ঘরের পর্দা সরাতেই দেখি সে আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এ সময় আমি মেয়ের পা জড়িয়ে ধরে উঁচু করে তার মাকে ডাকি। মেয়ের মা বটি দিয়ে ওড়না কেটে নিচে নামালে মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: উৎপলা বিশ্বাস বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারি মেয়েটি গলায় ফাঁস দিয়েছিল। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।’


আরো সংবাদ



premium cement
কেন দেশে গণপিটুনির ঘটনা ঘটছে, আইনে এর শাস্তি কী? কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ সংঘর্ষ ও অগ্নিসংযোগে উত্তাল দীঘিনালা : নিহত ৩

সকল