২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান ফাউন্ডেশন গঠিত

-

গত রোববার অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান জীবন ও কর্ম সংরক্ষণ বিষয়ে জুম অনলাইনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আ জ ম ওবায়েদুল্লাহর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যÑসাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আবদুল হান্নান। স্বাগত বক্তব্যে আ জ ম ওবায়েদুল্লাহ অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের জীবন ও কর্ম সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এ বক্তব্যের ওপর মুহাম্মদ আবদুল হান্নান অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন এবং তার এ প্রস্তাবে পরিবারের সদস্যসহ উপস্থিত সবাই ঐকমত্য পোষণ করেন। প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের আদর্শ, শিক্ষা, গবেষণা, প্রকাশনাসহ সার্বিক বিষয়ে চর্চা ও গবেষণার উদ্দেশ্যে কাজ করবে। সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের সহধর্মিণী খালেদা রহমান, মেম্বার সেক্রেটারি মোস্তফা মনোয়ার এবং পরিবারের সদস্যসহ সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত গুণীজনকে এর সদস্য করার সিদ্ধান্ত হয়। সভায় ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি, সংবিধান ও কর্মসূচি তৈরির সিদ্ধান্ত হয়। অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের নামে সাহিত্য পুরস্কার ও রচনাবলি প্রকাশের প্রস্তাবনা গৃহীত হয়। ওই মতবিনিময় সভায় অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের বড় ছেলে আহমাদুর রহমান, ছোট ছেলে আবিদুর রহমানসহ সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ সংঘর্ষ ও অগ্নিসংযোগে উত্তাল দীঘিনালা : নিহত ৩ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দফতর আজ বিকেল থেকে চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশনও

সকল