২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসলামাবাদে ওআইসির বৈঠকে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী

-

ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স (সিএফএম) বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী মঙ্গলবার থেকে দু’দিনের সিএফএম বৈঠক শুরু হচ্ছে।
এর আগে গত ডিসেম্বরে আফগানিস্তানের মানবিক পরিস্থিতির ওপর ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ বৈঠকেও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন মাসুদ বিন মোমেন। ওই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যোগ দেয়ার কথা ছিল। কিন্তু একজন কোভিড রোগীর সংস্পর্শে আসার কথা বলে তিনি শেষ মুহূর্তে ইসলামাবাদ যাওয়া থেকে বিরত থাকেন।
পররাষ্ট্রমন্ত্রীর কাছে গত শনিবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন তিনি ইসলামাবাদে সিএফএম বৈঠকে যোগ দেবেন কি না। জবাবে ড. মোমেন বলেছেন, এই বৈঠকে যোগ দেয়ার ইচ্ছা আমার ছিল। কিন্তু কিছুদিন ধরে আমি শরীরিকভাবে সুস্থ নেই। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন। তাই পরিস্থিতির ওপর ভিত্তি করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।
তিনি বলেন, এই সম্মেলনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা চালাতে গাম্বিয়াকে আর্থিক সহায়তার জন্য একটি বিশেষ অধিবেশন ডাকার কথা রয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সফরকালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য আমি অনুরোধ করেছি। কানাডা ও নেদারল্যান্ডস ওআইসিভুক্ত রাষ্ট্র না হলেও অর্থের জোগান দিতে উৎসাহ দেখিয়েছে।


আরো সংবাদ



premium cement
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ সংঘর্ষ ও অগ্নিসংযোগে উত্তাল দীঘিনালা : নিহত ৩ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দফতর আজ বিকেল থেকে চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশনও

সকল