২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দক্ষিণখান থেকে অপহৃত শিশু উদ্ধার গ্রেফতার ২

-

রাজধানীর দক্ষিণখান থেকে অপহৃত দুই বছরের শিশু এনামুল হাসানকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নাছির উদ্দিন ও মেহেদী হাসান। গত শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকা ও গাজীপুর জেলার টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: কায়সার রিজভী কোরায়েশী জানান, গত মঙ্গলবার দক্ষিণখান থেকে বিল্লাল হোসেনের শিশুপুত্র এনামুল হাসান অপহৃত হয়। অপহৃত শিশুর মায়ের মোবাইল ফোনে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে শিশু এনামুলকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেন তারা। ওই ঘটনায় ১৭ মার্চ অপহৃত শিশুর বাবা দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা করেন। মামলাটির তদন্তভার নেয় গোয়েন্দা উত্তরা বিভাগ।
তিনি বলেন, মামলা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার দুপুরে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরে রাতে গাজীপুর জেলার টঙ্গী থানার বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে নাছিরকে গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরেক অপহরণকারী মেহেদীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশু এনামুলকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা শিশু এনামুলকে অপহরণ করে প্রথমে তুরাগ নদীর পাড়ে নিয়ে যায়। সেখান থেকে তারা ভিকটিমের মায়ের মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে মেসেজ পাঠায়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূলের সা. আদর্শ অনুসরণ করতে হবে দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বাগাঁথা তুলে ধরবেন ড. ইউনূস শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে : নাহিদ ইসলাম ঢাবিতে গণপিটুনিতে নিহত তোফাজ্জলের দাফন সম্পন্ন, বিচার দাবি বাংলাদেশে ‘অলিগার্ক’দের শিল্প কারখানার ভবিষ্যৎ কী দৌলতদিয়ায় ২৬টি অটোরিকশাসহ চোর চক্রের প্রধান গ্রেফতার ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়’ ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার! অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে ভারতে ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব নিয়ে কেন এত বিতর্ক

সকল