২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বরগুনার পৌর শহরে আগুনে ১৫ দোকান পুড়ে গেছে

১০ কোটি টাকা ক্ষয়ক্ষতি
-

বরগুনা পৌর শহরের পশু হাসপাতাল সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও আবাসিক হোটেলসহ ১৫টি দোকান, ২০ বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ব্যবসায়ীদের ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন নিভাতে গিয়ে পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে বরগুনা পৌর শহরের পশু হাসপাতাল সড়কে একটি তুলার দোকান থেকে আগুন লাগে। এর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আশপাশে থাকা দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের বরগুনার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বেতাগী, আমতলী ও মির্জাগঞ্জ থেকে আরো পাঁচটি ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের নির্বাহী জাহাঙ্গীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আমতলী, বেতাগী ও মির্জাগঞ্জ থেকে কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
জেলা প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেন।

 


আরো সংবাদ



premium cement