২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লাইসেন্স গ্রহণ না করা দু’টি পে-চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ফোয়াবের

-

প্রেস ক্লাব মিলনায়তনে ফোয়াবের সংবাদ সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক ফারুক আমজাদ খান, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ইউসুফ, সদস্য আব্দুল্লা আল মামুন, ফারুক, ওমর হায়দার, মো: আবুল হাসান সিদ্দিকী পলি।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরে মিডিয়া কেয়ার ও ওয়ান এলায়েন্স নামে কিছু পে চ্যানেল কোম্পানি/ডিস্ট্রিবিউটর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে কোনো লাইসেন্স গ্রহণ না করে ব্যবসা পরিচালনা করে আসছে। বিদেশী ব্রডকাস্টারদের কাছে তারা যে অর্থ প্রেরণ করেন সেটি বৈধভাবে নয় নিশ্চিত বলা যায়। শুধু তাই নয়, এই দু’টি পে চ্যানেলের সাথে ওয়ান এলায়েন্সের মালিক এস এম আনোয়ার পারভেজ, এ বি এম সাইফুল হোসেন সোহেল, মিডিয়া কেয়ার প্রতিষ্ঠানটির সাথে যুক্ত ক্যাবল অপারেটর নেতা সৈয়দ মোশারফ হোসেন চঞ্চল, রাসেদ প্রমুখ। এরা একদিকে ক্যাবল অপারেটর এবং এরাই বিদেশী পে-চ্যানেলগুলো নিজেদের সিন্ডিকেটের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করেন। এই দু’টি ব্যবসা ক্যাবল অপারেটর ও পে-চ্যানেল পরিবেশক দুই ধরনের বাণিজ্য চরিত্র এবং পারস্পরিক বিপরীতধর্মী। তাদের এই অন্যায় প্রতিহত করার জন্য ক্যাবল অপারেটরদের অভিভাবক তথ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি।অপারেটরদের অভিভাবক তথ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement