২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
খাদ্যসঙ্কটে লোকালয়ে বন্যপ্রাণী

মিরসরাইয়ে গাড়িচাপায় দুই হরিণের মৃত্যু

-

খাদ্য ও মিঠা পানির সঙ্কটে উপকূলীয় বন থেকে লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের ওপর গাড়ি চাপায় মৃত দু’টি হরিণ উদ্ধার করা হয়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়িচাপায় হরিণ দু’টির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দুপুরে হরিণ দু’টি উদ্ধার করে মাটিচাপা দেন বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাজের জন্য উপকূলীয় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। যার দুই-তৃতীয়াংশ বন ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। যেখানে প্রায় ১৫ শ’ মায়া হরিণ রয়েছে। বনভূমি ধ্বংস হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে হরিণগুলো। এছাড়া খাদ্য ও মিঠা পানির সঙ্কট থাকায় হরিণগুলো বনাঞ্চল ছেলে প্রায়ই লোকালয়ে এসে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।


আরো সংবাদ



premium cement