২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আদর্শ সমাজ গঠনে আলেমদের আরো ভূমিকা রাখতে হবে: হেফাজত মহাসচিব

-

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেছেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা দেশকে আদর্শ নাগরিক উপহার দিচ্ছে। আদর্শ নাগরিক তৈরি হলে দেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল হবে। আদর্শ সমাজ গঠনে আলেমদের আরো ভূমিকা রাখতে হবে।
গতকাল কামরাঙ্গীরচর জামিয়া মাহমুদিয়া মাদরাসায় ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, সারা দুনিয়াজুড়ে ইসলাম, মুসলমান ও আলেম ওলামাদের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। একটি মহল ইসলামের আওয়াজকে স্তব্ধ করতে চায়। শত্রুর ভয়ে চুপ থাকলে হবে না। সাহসিকতার সাথে হক কথা বলে যেতে হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে বাতিলের মোকাবেলায় ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, জামিয়ার প্রিন্সিপাল মুফতি জসিম উদ্দিন, মাওলানা বুরহান উদ্দীন কাসেমী, মাওলানা মোরশেদ আলম কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান আশরাফী প্রমুখ।


আরো সংবাদ



premium cement