পা দিয়ে লিখে জিপিএ ৫ পাওয়া তামান্নাকে প্রধানমন্ত্রীর ফোন
- যশোর অফিস
- ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
যশোরের ঝিকরগাছায় এক পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া তামান্না আক্তার নুরাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার রাতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের মাধ্যমে তামান্নাসহ তার পরিবারের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। ফোন পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে তামান্নার পরিবারের সদস্যরা। শারীরিক প্রতিবন্ধী তামান্নার পাশে থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাকে সামনের দিকে এগিয়ে যেতে বলেন। তামান্নার বাবা নওশের আলী বলেন, প্রধানমন্ত্রী ফোন করে আমার সন্তানের দায়িত্ব নিয়েছেন; এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে?
উল্লেখ্য, যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ ৫ পেয়েছে তামান্না। তার বাড়ি বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা