২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার : মান্না

-

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১৩ বছর ধরে ক্ষমতাসীনরা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। এতদিন দেশের অভ্যন্তরে এসব অত্যাচার, নির্যাতনের বিষয়ে আলোচনা হলেও এখন সারা বিশ্বে এই সরকারের এসব অনাচারের কথা ঘৃণার সাথে উচ্চারিত হচ্ছে। ইতোমধ্যে রথ্যাবসহ রথ্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। গত শনিবার তোপখানার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সভায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণের চরম ভোগান্তির বিষয়ে আলোচনা এবং এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গৃহীত হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, গুম হওয়া ৩৪ ব্যক্তির অবস্থান এবং ভাগ্য জানতে চেয়েছে জাতিসঙ্ঘ। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা এর পর থেকে এসব বিষয়ে এলোমেলো বক্তব্য দেয়া শুরু করেছে। জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠকে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের গুমের বিষয় নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে। দেশের জনগণ এবং আন্তর্জাতিক চাপে এখন সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে।
অবৈধ ভোট ডাকাত স্বৈরাচার সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।
তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন অবৈধ ভোট ডাকাত সরকার আবারো একটি বশংবদ নির্বাচন কমিশন গঠনের পাঁয়তারা করছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের নিমিত্তে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ, সার্চ কমিটি গঠন, রাজনৈতিক দল এবং সুশীলসমাজের ব্যক্তিবর্গের সাথে নির্বাচন কমিশন গঠন বিষয়ে আলোচনা নামের প্রহসনের ব্যবস্থা করেছে। দেশের জনগণ সরকারের এইসব প্রতারণামূলক উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে।
কর্মসূচি : দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছেÑ আগামী শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলা শাখার কর্মিসভা। ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নাগরিক ঐক্যের উদ্যোগে শহীদ দিবসের আলোচনা সভা। ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানী ঢাকার ভাটারায় সমাবেশ। এ ছাড়া ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নাগরিক ঐক্য কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে প্রতিবাদ মিছিল হবে।

 


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত চুয়াডাঙ্গায় মাদক কারবারে বাধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম সুইসাইড নোটে ঋণের কথা লিখে বিমানকর্মকর্তার আত্মহত্যা যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম রেকর্ড ২৬০৯ ডলার ছাড়িয়েছে আলেমদের সাথে জুলুম করার কারণে আ’লীগের এই পরিণতি হয়েছে : আব্দুল হালিম এক বছরের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের ৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস ঢাবিতে ‘দলীয় রাজনীতি’ বন্ধ হলে সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে?

সকল