১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে

-

সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ‘অতিরিক্ত শীতে’ মৃত্যুবরণকারী সাত বাংলাদেশীর পরিচয় পেয়েছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। যদিও ইতালি কর্তৃপক্ষের তরফ থেকে এখনো মৃত্যুবরণকারী অভিবাসনপ্রত্যাশীদের পরিচয় পাওয়া যায়নি। গত শনিবার ইতালির বাংলাদেশ দূতাবাস এ সংক্রান্ত জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
নিহতরা হচ্ছেনÑ মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই গ্রামের রতন তালুকদার, মাদারীপুর ঘটকচর গ্রামের সাফায়েত, মাদারীপুর উপজেলা মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাইফুল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি আসার পথে অতিরিক্ত ঠাণ্ডায় মৃত্যুবরণকারী অভিবাসী প্রত্যাশী সাতজন বাংলাদেশীর পরিচয় নিরুপণের জন্য দূতাবাসের কাউন্সিলর (শ্রমকল্যাণ) মো: এরফানুল হকের নেতৃত্বে গঠিত দুই সদস্যর প্রতিনিধি মৃত্যুবরণকারীদের সাথে আগমনের সময় উদ্ধার হওয়াদের সাথে কথা বলেন। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে অবস্থিত হট স্পট ক্যাম্পে অবস্থানকারীদের সাথে ইতালি পুলিশের উপস্থিতিতে তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের দেয়া তথ্য নিহতদের পরিচয় পাওয়া যায় বলে উল্লেখ করা হয়।
দূতাবাস থেকে আরো জানানো হয়, নিহতদের সাথে কোনো ধরনের শনাক্তকারী ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দেয়। বেঁচে যাওয়া অভিবাসীরা জানিয়েছেন, নিহতের মধ্যে একজন ছাড়া সবারই পরিচিত লোক উদ্ধার হওয়াদের মধ্যে আছেন। সেই হিসেবে মৃতদের পরিবার সংবাদ পেয়ে যাওয়ার কথা। তাদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর জন্য নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া প্রয়োজন। নিহতদের পরিচয় শনাক্তের স্বার্থে পরিবারের সদস্যদের নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা বাংলাদেশ দূতাবাস রোমের ইমেইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিলো মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না : কাজী মফিজুর তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যা বললেন ট্রাম্প সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক খুলনায় ডিবি সদস্যদের ওপর হামলা, আহত ৩ বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় মিলেছে

সকল