২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সড়ক দুর্ঘটনায় উদ্ধারকারীদের ওপর বাস, প্রাণ গেল ৪ জনের

-

মাদারীপুরে বাসের ধাক্কায় ভাঙা প্রাইভেটকার থেকে আহতদের উদ্ধার করার সময় বাসচাপা দিয়েছে; যাতে চারজন নিহত হয়েছেন।
তা ছাড়া দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান।
জেলার শিবচর উপজেলায় হাজী শরীয়তউল্লাহ সেতু এলাকায় শনিবার রাত ৮টার দিকে তারা হতাহত হন। বিডিনিউজ।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার মো: খলিল মাতুব্বর (৫৮), শিবচরের বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার (৫৮), একই এলাকার রোকেয়া বেগম (৪০) ও মো: লিটু মিয়া।
তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদের পাঁচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
ওসি শাখাওয়াত স্থানীয়দের বরাতে বলেন, ‘প্রথমে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে গ্রামীণ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। স্থানীয়রা দুর্ঘটনায় পড়া প্রাইভেটকার থেকে যাত্রীদের উদ্ধার করার সময় আরেকটি বাস এসে উদ্ধারকারীদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই স্থানীয় তিনজন নিহত হন। এ ছাড়া প্রাইভেটকারের এক যাত্রী নিহত হন।
ওই এলাকার আশিকুর রহমান নামে এক ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়ে পাঁচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
আশিকুর ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রথমে একটি বাস প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। পরে আরেকটি বাস দুর্ঘটনার শিকার হওয়া বাসের ওপর দিয়ে উঠিয়ে দেয়। আর সেখানে স্থানীয়রাও ছিল।
খবর পেয়ে শিবচর থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা নিহতদের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি শাখাওয়াত।


আরো সংবাদ



premium cement