২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে শিল্পোদ্যোক্তার সংবাদ সম্মেলন

-

গাজীপুরে একজন শিল্পোদ্যোক্তাকে সীমাহীন হয়রানি ও জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হয়রানি ও অপপ্রচার থেকে রক্ষা পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের মাহনা ভবানীপুরের হামজা অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কাশেম।
গতকাল বৃহস্পতিবার গাজীপুর শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তার কারখানার দক্ষিণ পাশ ঘেঁষে ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের একটি রাস্তা ১৯৭৭ সাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল। তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনে দীর্ঘ দিন যাবত জায়গাটি ব্যবহার করে আসছিলেন। স্থানীয় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সদস্যরা তাকে এ রাস্তার সমপরিমাণ জায়গা ইউনিয়ন পরিষদকে অন্যত্র কিনে দেয়ার প্রস্তাব করলে তিনি ইউনিয়ন কাউন্সিলকে অন্যত্র ৬৮ শতাংশ জমি অন্যত্র কিনে দেন। এরপর তিনি পরিত্যক্ত রাস্তার জায়গার দখল বুঝে নিয়ে বাউন্ডারি নির্মাণ করতে গেলে প্রিটি শিল্প গোষ্ঠীর লোকজন বাধা দেয় এবং মিথ্যা তথ্য দিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করে। পরবর্তীতে আদালতে হেরে গিয়ে তাকে (আবুল কাশেমকে) একের পর এক মিথ্যা মামলা ও সরকারের বিভিন্ন দফতরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে তিনি জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।


আরো সংবাদ



premium cement