২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ডিফেন্ডার যখন গোলরক্ষক

-

কোভিড পজিটিভ হওয়ায় এবং চোটের কারণে ছিটকে পড়েন কমোরসের ১২ খেলোয়াড়। তিন গোলকিপারও ছিলেন তাদের মধ্যে। দু’জন কোভিড পজিটিভ এবং অন্য গোলকিপার চোট পেয়েছেন। এমন অবস্থায় শেষ ষোলোতে পরশু ক্যামেরুনের বিপক্ষে খেলতে নেমেছিল কমোরস। কিপার না থাকায় লেফটব্যাক শাকের আলহাদুরকে গোলপোস্টে দাঁড় করান কোচ। সব সময় ডিফেন্সে খেলার কারণে ক্যামেরুন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর যখন পায়ে বল নিয়ে তাকে একা পেয়ে যান তখন শাকের দুই হাত পেছনে রেখে বল ঠেকাতে যান। এমন পরিস্থিতিতে গোলকিপাররা সাধারণত দুই হাত দুই পাশে ছড়িয়ে প্রস্তুতি নেন ঠেকানোর। শাকের ভাবছিলেন হাতে বল লাগলে পেনাল্টি হতে পারে। তিনি যে কিপার তা যেন ভুলেই গিয়েছিলেন। অবশ্য পরে দারুণ কিছু সেভ করেন। এরপরও দল হেরেছে ১-২ গোলে।


আরো সংবাদ



premium cement