নড়াইলে সাবেক এমপি আব্দুল কাদেরের ইন্তেকাল
- নড়াইল সংবাদদাতা
- ২২ মে ২০২১, ০০:০৫
নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। আব্দুল কাদের শিকদার দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল বিকেল ৩টায় নড়াইল সদরের মাদরাসা বাজার এলাকায় নামাজে জানাজা শেষে আব্দুল কাদেরকে রঘুনাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার ইন্তেকালে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল-২ আসনের এমপি মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, অশোক কুন্ডু, শরীফ কাসাফুদ্দোজা কাফীসহ অনেকে।