০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ফটিকছড়িতে দুইজন নিহত

-

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। গতকাল সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাট বাজারের উত্তর পাশে কে এম টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর কবিরহটের বাসিন্দা মানিক আচার্য্য (৫০) ও ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক। আহতরা হলেন, মিরসরাইয়ের মস্তাননগর এলাকার সুব্রত আচার্য্য (৫০) ও ফটিকছড়ির নারায়ণহাট এলাকার শওকত আকবরের ছেলে জুবায়ের (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৯টার দিকে ফটিকছড়ি সদর বিবিরহাট থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা উত্তর দিকে যাচ্ছিল। সিএনজিটি কেএমটেক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম শহরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং দুইজন আহত হন। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে ভর্তি করেছেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর সরওয়ার আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুই লাশ উদ্ধার করেছি। তার মধ্যে একজনের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement