২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিজ্ঞান একাডেমির কনফারেন্স

কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির গবেষণাপত্র উপস্থাপন

-

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত ‘একাডেমি বক্তৃতায়’ একাডেমির ফেলো এবং শেরে-ই-বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষিতত্ত্ব¡ বিভাগের প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান গত সোমবার ভিডিও কনফারেন্সে "অঢ়ঢ়ৎড়ধপযবং ভড়ৎ ঊহযধহপরহম অনরড়ঃরপ ঝঃৎবংং ঞড়ষবৎধহপব রহ ঈৎড়ঢ় চষধহঃং" শিরোনামে কৃষিতত্ত্ব বিজ্ঞান বিষয়ের ওপর বক্তৃতা করেন। ভিডিও বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জহুরুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খান।
কৃষি উৎপাদনে ফসলের ওপর অজৈব চাপ সহ্যশক্তি বাড়ানোর উপায় বৃদ্ধির ওপর ড. হাসানুজ্জামান বক্তৃতা করেন। জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বজায় রাখার অন্যতম উপায় হিসেবে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রফেসর ড. হাসানুজ্জামান গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। এই ভিডিও বক্তৃতা অনুষ্ঠানে একাডেমির ফেলো, অ্যাসোসিয়েট ফেলোবৃন্দ, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী ও ছাত্ররা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement