০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

-

সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের এক মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৯টায় লক্ষ্মীবিলাস বৌদ্ধ পারা গ্রামে বিশ্বকর্মা মন্দিরে এ ঘটনা ঘটেছে।
সরেজমিন জানা যায়, স্থানীয় সচিন্দ্র মণ্ডলের ছেলে দয়াল মণ্ডল ও গুপিন চাঁন মণ্ডলের সাথে নুরু শেখের স্ত্রী মিন্নির দীর্ঘদিন ধরে টাকা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় সালিসের মাধ্যমে মীমাংসা করতে চাইলেও সমাধান হয়নি।
এ বিষয়ে মিন্নি বেগম বলেন, আমি পাওনা টাকা চাইতে গেলে দয়াল মণ্ডলের স্ত্রী আমাকে গালাগাল করে। প্রতিবাদ করলে আমাকে দয়াল ও গুপিন মণ্ডল মেরে মাটিতে ফেলেদেয়। পরে সবাই মিলে আমাকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় আমার চিৎকার শুনে আমার ভাই জাহাঙ্গীর এসে আমাকে উদ্ধার করে। তারা আমাকে ফাসাতে নিজেরা প্রতিমা ভেঙে আমার ওপরে দোষ চাপায়।
অন্য দিকে দয়াল মণ্ডল বলেন, মিন্নি এসে আমাদের বকাবকি করে। এ সময় আমি বলি এই সম্পত্তি নিয়ে কোর্টে মামলা আছে, মামলায় যা হওয়ার তা হবে। এই কথা শুনে মিন্নি ওর ভাইকে ফোন দিলে সে তার ভাগিনাদের ডেকে নিয়ে আসে। আমাদের বলে এক মিনিটও ওদের এই এলাকায় থাকতে দিমু না। এই কথা বলে ওরা প্রতিমা ভেঙে চলে গেছে।
মন্দিরের সভাপতি সঞ্জিত মণ্ডল বলেন, মন্দিরের প্রতিমা কে ভাঙচুর করেছে সেটা কেউ দেখেনি। আমি লোকমুখে জানতে পেরে এখানে এসে দেখি প্রতিমা ভাঙা।
থানায় অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমাকে না জানিয়ে গুপিন চন্দ মণ্ডল থানায় অভিযোগ করেছে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মো: রিজাউল হক বলেন, শত্রুতার জেরধরে প্রতিপক্ষকে ফাসাতে একটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা হিন্দু মঞ্চের! সিদ্ধিরগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চুক্তির পুনমূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের স্বাধীন সত্তা স্ববিরোধিতায় আবদ্ধ

সকল