ছিনতাই মামলায় আশুলিয়ায় ছাত্রলীগ নেতা আটক
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ২১ আগস্ট ২০২০, ০০:০০
আশুলিয়ার একটি পোশাক কারখানার মালামাল ছিনতাই মামলায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল (৩১)কে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানায় একটি মামলার সূত্র মতে তাকে বুধবার বিকেলে গজারিয়া উপজেলা থেকে তাকে আটক করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আসওয়াদ বলেন, আশুলিয়ার জামগড়া এলাকার এনআর গার্মেন্টসের শিপমেন্টের মালামাল একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে নেয়ার পথে গত ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে ছিনতাই হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর ছিনতাইয়ের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে বুধবার গজারিয়া থেকে আহমেদ রুবেলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা