২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আশুলিয়ায় খামারে মাছের মড়ক, কোটি টাকার ক্ষতি

-

আশুলিয়ায় একটি মাছের খামারে মাছের মড়ক দেখা দিয়েছে। এতে ওই খামারের প্রায় ৩০০ টন মাছ মরে গেছে। এ ঘটনায় খামার মালিকের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে খামার মালিকের দাবি দুর্বৃত্তরা পানিতে কীটনাশক প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। আর সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন পানিতে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলেই এমনটি হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার প্রাণ প্রকৃতি অ্যাগ্রো মাছের খামারে মাছ নিধনের এ ঘটনা ঘটে।
সরেজমিনে শুক্রবার সকালে ওই খামারে গিয়ে দেখা যায়, প্রায় ৪০ বিঘা জমিতে জালের বেড়া দিয়ে মাছের খামার করেছেন আশুলিয়ার জিরাবো এলাকার সাইফুল ইসলাম হিকু, তার ভাই আবু সাঈদ বেপারী, শরিফুল ইসলাম আলমাস, আরিফুল ইসলাম ও শাহিদুল ইসলাম। পাশেই রয়েছে আমজাদ হোসেন মাস্টার, পারভেজ ও জিল্লুর রহমান দিলার খামার।


আরো সংবাদ



premium cement