২ জেলায় ৩ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ জুন ২০২০, ০০:০০
সড়ক দুর্ঘটনায় ২ জেলায় ৩ জন নিহত হয়েছেন।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত ও একজন আহত হয়েছে। গত রোববার উপজেলার বিশুমিয়া সংযোগ সড়কের পশ্চিম মলিয়াইশ বানাতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহরিয়ার মোহাম্মদ ইমন (১৮)। সে ওই এলাকার সারেং বাড়ির সাবেক ইউপি সদস্য শাহ আলম মেম্বারের একমাত্র ছেলে। আহত নাফিজ উদ্দীন শাহীনকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় (চমেক) মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রোববার বিকেলে ইমন ও শাহিন দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিশুমিয়া সড়কের পশ্চিম মলিয়াইশ বানাতলি এলাকার দিক থেকে আসা সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইমন মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাহিনকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গতকাল নামাজে জানাজা শেষে ইমনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি বাসের চাপায় আবদুর রহমান সওদাগর (৫০) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে ক্রসিং ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিমলচন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সড়ক পারাপারের সময় আবদুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান। আবদুর রহমানের বাড়ি জিরি মালিয়ারা গ্রামে বলে জানান তিনি।
নোয়াখালী সংবাদদাতা জানান, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইঞ্জিনচালিত নছিমনের চাপায় এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
নিহত মাওলানা নুরুন্নবী আনসারী (৪৬) উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রামের হেদায়েত উল্ল্যার ছেলে এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন। রোববার রাতে তমরদ্দি ইউনিয়নের খবির মিয়া বাজারের পশ্চিম পাশে তমরদ্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রভাষক নুরুন্নবী আনসারী নামাজ পড়তে যাওয়ার পথে খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ইঞ্জিনচালিত দ্রুত গতির নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা