খাগড়াছড়ি জেলা জামায়াত নেতা মাওলানা হাবিব আহমদের ইন্তেকাল
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ জুন ২০২০, ০০:০০
জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পাবর্ত্য জেলা ও ফটিকছড়ি উপজেলা শাখার সাবেক আমির, দাঁতমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবিব আহমদ (৬৮) গতকাল সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির এবং ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিন দফা নামাজে জানাজার পরে দাঁতমারাস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চট্টগ্রাম জামায়াত নেতৃবৃন্দের শোক : মাওলানা হাবিব আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান ও সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ জাফর সাদেক ও সেক্রেটারি ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন শোক বাণী প্রদান করেন। শোক বাণীতে নগর জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা