২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজবাড়ীতে গাছ থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু

-

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি স্টেশন সংলগ্ন একটি নারকেল গাছ থেকে পড়ে মোকছেদ আলী ওরফে তুফান (৪৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মোকছেদ আলী রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোড়ারিখোলা গ্রামের ওসমান আলী খানের ছেলে। খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহার হোসেন তকদির ও স্থানীয় আরজু মনি জানান, ঘটনার কিছু সময় আগে মোকছেদ স্থানীয় বেলগাছি বাজার থেকে খড়ি নিয়ে ভ্যানযোগে বাজার সংলগ্ন বিশু দাসের বাড়িতে যান। পরে ওই বাড়ির একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চেয়ারম্যান মো: আতাহার হোসেন তকদির আরো জানান, তুফান ভ্যান চালানোর পাশাপাশি মানুষের বাড়ি থেকে ডাব ও নারিকেল পাড়ার কাজও করতেন। তবে সোমবার বেলগাছি দাদপুর গ্রামের বিশু দাসের বাড়ির একটি নারিকেল গাছ থেকে পড়ে তুফান মারা গেছেন।


আরো সংবাদ



premium cement