২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপহৃত শিশু উদ্ধার : তরুণী গ্রেফতার

-

রাজধানীর শ্যামলী থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে সাভার থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম বিভাগ) পুলিশ। এ ঘটনায় সুবর্ণা আক্তার (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির পশ্চিম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো: আনিচ উদ্দীন জানান, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সাভারের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুবর্ণাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গত ৬ মার্চ মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে শিশু জান্নাতকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর জান্নাতের নানীর মুঠোফোন নম্বরে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। জান্নাতের মা মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলাটি থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ তদন্ত শুরু করে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে শিশু জান্নাতকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সদস্য সুবর্ণাকে গ্রেফতার করা হয়।


আরো সংবাদ



premium cement