পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের ছেলে রাসেলের জামিন
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ নভেম্বর ২০১৯, ০০:০০, আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ০১:৩৩
মাদক ও গুলি উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পারটেক্স গ্রæপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল। ওই দুই মামলায় বিচারিক আদালতে পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত রাসেলের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
আম্বার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রাসেলের জামিন আবেদনের প্রেক্ষাপটে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
আদালতে রাসেলের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্য দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: সারোয়ার হোসেন বাপ্পী।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর শওকত আজিজ রাসেলের বিলাসবহুল গাড়ি থেকে বিপুল মাদক ও গুলি উদ্ধার করে পুলিশ। ওই দিন গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আটকের পর গাড়িটি তল্লাশি করে মাদক ও গুলি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ ওই গাড়ি থেকে ২৮ রাউন্ড গুলি, এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৪৮ ক্যান বিয়ার ও ২২ হাজার ৩০০ টাকা উদ্ধারের দাবি জানায়। ওই সময় গাড়ির চালক মো: সুমনকে আটক করা হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা