ট্রাম্পের ইমপিচমেন্ট তদন্তে আরেক গোয়েন্দা কর্মকর্তা
- বিবিসি
- ০৭ অক্টোবর ২০১৯, ০০:০৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান ইমপিচমেন্ট তদন্তে মুখ খুললেন অপর এক হুইসেলব্লোয়ার। প্রথম ব্যক্তির মতো তিনিও একজন গোয়েন্দা কর্মকর্তা। তার আইনজীবী মাইক জাইদ গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। জাইদ প্রথম হুইসেলব্লোয়ারের আইনজীবী হিসেবে কাজ করছেন। উভয় হুইসেলব্লোয়ারই মার্কিন গোয়েন্দা বিভাগের মহাপরিদর্শকের সাথে কথা বলেছেন।
দ্বিতীয় হুইসেলব্লোয়ারের ব্যাপারে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে বিদেশী নেতাদের ওপর চাপ দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত চালু করেছে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ।
২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরকে বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে বলেন তিনি। এ জন্য ইউক্রেনের জন্য বরাদ্দ মার্কিন ত্রাণ আটকে রেখে চাপ প্রয়োগের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। তার এই ফোনকলের কথা সর্বপ্রথম প্রকাশ করেন একজন গোয়েন্দা কর্মকর্তা। এই ফোনকল নিয়ে নতুন তথ্য দিতে এগিয়ে এসেছেন দ্বিতীয় এক গোয়েন্দা কর্মকর্তা। ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
এ দিকে দ্বিতীয় হুইসেলব্লোয়ার নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ছাড়া তিনি ট্রাম্পের ‘ইউক্রেন-ফোনকল’ নিয়ে কী তথ্য প্রকাশ করেছেন সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে জাইদ জানিয়েছেন, তাদের কাছে ট্রাম্পের ফোনকল নিয়ে উত্থাপিত অভিযোগ সংশ্লিষ্ট নতুন তথ্য রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা