১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংসদে বাজেট সম্পর্কে চরম হতাশা প্রকাশ ওয়ার্কার্স পার্টির

-

সাধারণ মানুষের দাবি উপেক্ষা করে সংসদে গৃহীত বাজেট সম্পর্কে চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরো সভায় এ হতাশা প্রকাশ করা হয়। এতে বলা হয়, মধ্যবিত্তের সঞ্চয়পত্রের ওপরে ১০ শতাংশ সুদ প্রত্যাহার, ভোজ্য তেল, চিনি, গৃহস্থলী দ্রব্যাদির ওপর ভ্যাট প্রত্যাহার করা এবং সর্বোপরি ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংসদে প্রায় সব সদস্য দাবি জানালেও তা সামান্যতম বিবেচনা না করে বরং পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুবিধাদানসহ প্রায় বাজেটের মূল প্রস্তাবনাই বহাল রাখা হয়েছে। পক্ষান্তরে বাজেট অনুমোদন হওয়ার পর পরই সব ক্ষেত্রেই গ্যাসের মূল্য প্রায় ৩২ শতাংশ বাড়ান হয়েছে। এ অবস্থায় বাজেট ও তদপরবর্তীতে গৃহীত ব্যবস্থায় মধ্যবিত্ত ও গরিব মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, অন্য দিকে ঋণ খেলাপিসহ কালো টাকার মালিকেরা আরো বিত্তবান হবে। পলিটব্যুরোর সভায় রেগুলেটারি কমিশন কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধি করার ঘোষণাকে অবৈধ ও আইন বহির্ভূত বলে আখ্যায়িত করে সংসদে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার দাবি করা হয়। সভায় ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে হেরিটেজ তালিকা থেকে বাদ দেয়ার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়েও সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি করা হয়।
সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার সূত্রপাত করেন। উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ^াস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, ড. সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ, নুর আহমদ বকুল, কামরূল আহসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জয়পুরহাটে হত্যা মামলার ৬ ঘণ্টার মধ্যে ২ হত্যাকারী গ্রেফতার চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২ গলাচিপায় চুরির অভিযোগে মারধরের ৬ দিন পর প্রতিবন্ধীর মৃত্যু মঠবাড়িয়ায় ২১ বছরের পলাতক আসামি খাগড়াছড়ি থেকে গ্রেফতার সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে তুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের সবক’টি গোয়েন্দা সংস্থার প্রধান আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার, উদ্বোধনী ভাষণ দেবেন ড. ইউনূস মাদানী নগর মাদরাসার দু’দিনব্যাপী ইসলাহী জোড় শুরু শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাংলাদেশর এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না : শফিকুল ইসলাম মাসুদ বরগুনায় ইয়াবা ও অর্ধ লাখ টাকাসহ ২ মাদককারবারি আটক

সকল