২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিদআত গ্রন্থের মোড়ক উন্মোচন

ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার প্রকাশিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান : নয়া দিগন্ত -

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার কর্তৃক প্রকাশিত বিদআত গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী পল্টনস্থ ল’ রিসার্চ মিলনায়তনে গ্রন্থের লেখক অধ্যাপক ড. আহমদ আলীসহ লেখক ও গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম। ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের নির্বাহী পরিচালক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুফতি মুহিউদ্দীন কাসেমী, মুফতি এনায়েতুল্লাহ, রুহুল আমীন সাদী, শায়েখ ওসমান গণী, মিরাজ রহমান, আলী হাসান তৈয়্যব, মাওলানা মুনিরুল ইসলাম, আবদুস সাত্তার আল আইনী, আবদুল্লাহ তারেক মাহমুদ, এহসানুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদআত সমাজে নানা বিভেদ সৃষ্টি করছে। যুগের পর যুগ বিদায়াত ও ভ্রান্ত চিন্তা সমাজে ছড়িয়ে রয়েছে। বিদআত হলো আগাছা, ইসলামকে আগাছামুক্ত রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। তারা বলেন, আলেম সমাজ নানাভাবে বিভক্ত। তারা পড়াশোনামুখী হলে মতপার্থক্য দূর হবে।


আরো সংবাদ



premium cement