কাঁচা বাজারে ডিজিটাল মূল্য তালিকা বসানো হবে : সাঈদ খোকন
- নিজস্ব প্রতিবেদক
- ১০ মে ২০১৯, ০০:১৫
অসাধু ব্যবসায়ীদের ধরতে এবার কাঁচা বাজারগুলোতে বসানো হচ্ছে ডিজিটাল মূল্যতালিকা। শিগগিরই বাজারগুলোতে এ মূল্য তালিকা বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার এলাকা পরির্দশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাজারের তালিকা ঠিক না থাকার বিষয়টি স্বীকার করে মেয়র বলেন, লোকবল স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা মনিটর করছি। মনিটরিং ব্যবস্থা আরো জোরাল করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের ২১টি কাঁচাবাজারে ডিজিটাল মূল্য তালিকা টাঙিয়ে দেব। এর পর নগর ভবন থেকেই বাজারের মূল্য তালিকা তদারকি করা হবে। তিনি আরো বলেন, গত রমজানের তুলনায় এবার নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রয়েছে। কোনো কোনো পণ্যের মূল্য কম রয়েছে। বিশেষ করে চিনি, সয়াবিন তেলের দাম কমেছে। তবে গরুর গোশতের দাম কিছুটা বাড়তি।
গরুর গোশতের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের অভিযোগের কথা উল্লেখ করে মেয়র বলেন, ব্যবসায়ীরা বলেছেন গাবতলী হাটে চাঁদাবাজির কারণে গোশতের দাম বেড়েছে। পুলিশ প্রশাসনকে বলাও হয়েছে। তারা শিগগিরই চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেবে। চাঁদাবাজি বন্ধ হলে গোশতের দাম কমে আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা