সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান জমিয়তের
- ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, এই নির্বাচনে ভোট ডাকাতির মহড়া প্রদর্শন করে নির্বাচনের নামে দেশের জনগণের সাথে প্রতারণা করেছে সরকার। ২৯ ডিসেম্বর রাতের বেলা সারা দেশে জাল ভোটে ব্যালেটবাক্স ভর্তি, ৩০ ডিসেম্বর সকাল থেকে পুলিশি প্রহরায় কেন্দ্র দখল, ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া ও ভোটারদেরকে নৌকায় সিল মারতে বাধ্য করাসহ নানা পেশিশক্তি ব্যবহার করে ধানের শীষের নিশ্চত বিজয়কে ছিনতাই করেছে সরকার। নির্বাচনের নামে এটা একটা প্রহসন ছাড়া কিছু নয়। এ নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হতে পারে না। সুতরাং প্রহসনের এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে।
গতকাল রাজধানীর বারিধারায় জমিয়ত মহাসচিবের কার্যালয়ে নির্বাচনোত্তর পর্যালোচনা বৈঠকে জমিয়ত নেতারা এ কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে বৈঠকে বক্তৃতা করেন, দলের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, সহসভাপতি মাওলানা জোনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনির হোছাইন কাসেমী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা