প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫
প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি উল্লেখ করে বাংলাদেশ মুসলিম লীগের অস্থায়ী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার বলেছেন, আওয়ামী লীগের চব্বিশের ডামি নির্বাচনে অংশ নেয়ার জন্য আমাদের ওপর অনেক চাপ ছিল। দেয়া হয়েছিল বিভিন্ন প্রলোভন, দেখানো হয়েছিল ভয়ভীতি। এমনকি সে সময় দলের শীর্ষ নেতৃত্বের কেউ কেউ ভয়ে সেই ফাঁদে পা ফেলতে যাচ্ছিলেন। কিন্তু তৃণমূল কর্মীদের নিয়ে আমি এবং স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচনের অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করি। সে সময় আতিকুল ইসলাম, আকবর হোসেন পাঠান ও খান আসাদ সরকারি এজেন্সির হুমকির মুখেও সব প্রলোভন পিছে ফেলে জেল-জুলুমের আশঙ্কা মাথায় নিয়ে দৃঢ়তার সাথে জানিয়ে দেন সেসব এজেন্সির প্রতিনিধিদের- বাংলাদেশ মুসলিম লীগ এই প্রহসনের নির্বাচনে কোনোভাবেই অংশ নেবে না। কিন্তু ষড়যন্ত্র সেখানেই থেমে থাকেনি। এসব এজেন্সি বাংলাদেশ মুসলিম লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে দেখাতে তারাই স্বাক্ষর জাল করে দুইজন প্রার্থীর মনোনয়ন জমা দেয়। এরপর মিডিয়ায় প্রচার করে বাংলাদেশ মুসলিম লীগ নির্বাচনে যাচ্ছে। কিন্তু তখন স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী যেসব আসনে মনোনয়ন জমা হয়েছিল সেই সব আসনের রিটার্নিং অফিসারকে চ্যালেঞ্জ করেন এবং তীব্র প্রতিবাদ করে সেই মনোনয়নপত্র দু’টি অবৈধ ঘোষণা করতে বাধ্য করেন।
গতকাল দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ীর দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ এবং সুস্থতা কামনা করতে গিয়ে এক যৌথ বিবৃতিতে অস্থায়ী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সহসভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, ছাত্রনেতা নূর আলম এসব কথা প্রসঙ্গক্রমে বলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা