রোহিঙ্গাদের ১৯৫ কোটি টাকা সহায়তা দিয়েছে জাপান
- কূটনৈতিক প্রতিবেদক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান ও স্বাস্থ্যসেবা উন্নয়নে জাপান এক দশমিক ছয় মিলিয়ন ডলার বা প্রায় ১৯৫ কোটি টাকা সহায়তা দিয়েছে। জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে সহায়তার এই অর্থ ব্যয় করা হবে।
গতকাল ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি সামবুল রিজভীর মধ্যে এ ব্যাপারে চুক্তি সই হয়েছে। জাপান দূতাবাস থেকে জানানো হয়েছে, জাপান-ইউএনএইচসিআরের যৌথ প্রকল্প রোহিঙ্গা সম্প্রদায়ের প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয় অধিবাসীদের ওপর চাপ কমাতে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় উন্নতর আবাসস্থল নির্মাণ, জরুরি ওষুধ সরবরাহ, দক্ষতা বৃদ্ধি ও জীবিকার সুযোগ সৃষ্টি করে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় অধিবাসীদের জীবনমানের উন্নয়ন ঘটানো হবে। আগামী ১২ মাসে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা