অধ্যাপক শমশের আলীর বাউবিতে প্রফেসর এমিরিটাস পদে যোগদান
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি অধ্যাপক ড. এম শমশের আলী গতকাল মঙ্গলবার ‘প্রফেসর এমিরিটাস’ পদে বাউবিতে যোগদান করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের ১৯৫তম সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক তাকে প্রফেসর এমিরিটাস হিসেবে এ নিয়োগ প্রদান করা হয়। বাউবি জনসংযোগ বিভাগ জানায়, ড. এম শমশের আলী প্রফেসর এমিরিটাস হিসেবে বাউবিতে যোগদান করায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে অভিনন্দন জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল আনুষ্ঠানিকভাবে অধ্যাপক এম শমশের আলীকে এ নিয়োগপত্র প্রদান করেন। বর্ণাঢ্যময় কর্মজীবন ও বিরল সম্মানের অধিকারী অধ্যাপক ড. এম শমশের আলী ভূষিত হয়েছেন বহু গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক, বাংলাদেশ একাডেমি অব সায়েন্স স্বর্ণপদক, জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদকের অন্যতম। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনের প্রথম সারির সায়েন্টিফিক জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে তার অসংখ্য গুরুত্বপূর্ণ যুগোপযোগী প্রকাশনা। এ ছাড়াও বিজ্ঞান, গণিত ও ইসলাম নিয়ে লিখেছেন বেশ কয়েকটি আলোচিত গ্রন্থ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা