২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`
বিদায়ী চ্যান্সেলর শলৎসের এসপিডির সাথে জোট গঠন হতে পারে

জার্মানিতে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি সিডিইউ-সিএসইউ

-

জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ফ্রিডরিখ মেৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ-সিএসইউ জয়ী হয়েছে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি জোটটি। তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৩০ শতাংশ পিছিয়ে আছে। ইতোমধ্যে মেৎসের জোটের সমর্থকরা বিজয় উদযাপন করছেন। তাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন মেৎস। তিনি বলেন, ‘চলুন, আজ রাতে উদযাপন করি এবং সকালে আমরা কাজে নেমে পড়ব।’
তার সামনে যে দায়িত্ব রয়েছে, তা তিনি জানেন বলেও উল্লেখ করেন মেৎস। নির্বাচনে অপর বিজয়ী দল কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলটি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রেকর্ড দ্বিতীয় স্থান অর্জনকে উদযাপন করছে। এএফডির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অ্যালিস ভায়ডেল। যদিও তার দল আরো ভালো ফলাফলের আশা করেছিল।

গত রোববার মধ্যরাতে প্রাথমিক ফলাফল আসতে শুরু হওয়ার পর এএফডিকে অন্য দলগুলোর তুলনায় অনেক এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। সরকারি সম্প্রচারমাধ্যম জেডডিএফের একটি জরিপ অনুসারে, দলটি ৩৪ শতাংশ ভোট পাবে বলে আভাস দেয়া হয়েছিল। এএফডি নেত্রী অ্যালিস ভায়ডেল বলেন, ‘জার্মানরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।’ ফ্রিডরিখ মেৎসের জোট গঠনের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে বলে বিশ্বাস তার। এ প্রসঙ্গে ভায়ডেল আরো বলেন, ‘নতুন নির্বাচন হবে, আমার মনে হয় না আমাদের আরো চার বছর অপেক্ষা করতে হবে।’
নির্বাচনের ফলাফলসংক্রান্ত মানচিত্রে দেখা গেছে, পূর্ব দিকের অংশ হালকা নীল রঙ হয়ে আছে। আর মানচিত্রের বাকি অংশের প্রায় পুরোটাই কালো হয়ে আছে, যা সিডিইউর রঙ। গত বছর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন তিনদলীয় জোট ভেঙে যাওয়ার পর মেৎস ভোটারদের কাছে তার দলের জন্য ভোট চান। ওলাফ শলৎস বলেন, এর মধ্য দিয়ে তিনি চার বছরের মধ্যে স্থবির অর্থনীতি থেকে শুরু করে অনিয়মিত অভিবাসীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়া পর্যন্ত জার্মানির সমস্যাগুলোর যতটা সম্ভব সমাধান করতে পারবেন।
নির্বাচনে জার্মান ভোটারদের বিপুল অংশগ্রহণ ছিল। ৮৩ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন। মেৎসের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এবং তাদের জোটভুক্ত দল ক্রিশ্চিয়ান সোস্যাল ইউনিয়ন (সিএসইউ) ২৮ দশমিক ৬ শতাংশের বেশি ভোট আশা করেছিল। তবে এত ভোটার উপস্থিতির পরও তারা তা পায়নি। এএফডির সাথে কাজ করার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মেৎস। জার্মানিতে সাধারণত মূলধারার দলগুলোকে কট্টর ডানপন্থীদের সাথে জোট করতে দেখা যায় না।

 


আরো সংবাদ



premium cement