২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

চট্টগ্রামে বিজয় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

-

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলায় আসামি আবদুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় দেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো: নাছির উদ্দিনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আব্দুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ নয়া দিগন্তকে বলেন, আসামি আবদুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া পৃথক আরেক ধারায় আবদুর রহমানকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১৪ অক্টোবর সকালে নগরের পাহাড়তলী থানার আলিফদ গলি এলাকায় বিজয় কুমার বিশ্বাসকে আসামি আবদুর রহমান তার অফিসে ডেকে নিয়ে যান। সেখানে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে রাখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বিজয় কুমার বিশ্বাসের ভাই সঞ্জয় কুমার বিশ্বাস বাদি হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১০ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল এই রায় দেন। রায় ঘোষণার পর মামলার বাদি সন্তোষ প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement