২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

বিশ্ব মুসলিম নিপীড়ন ও ষড়যন্ত্রের শিকার

সৈয়দ সাইফুদ্দীন আল্-হাসানী
-


চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারীর ৫৮তম খোশরোজ শরিফ পালিত হয়েছে। গতকাল আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হজরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ও মইনীয়া যুব ফোরামের যৌথ ব্যবস্থাপনায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে বাদ ফজর থেকে খতমে কুরআন, খতমে গাউছিয়া, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীসহ মাইজভাণ্ডারীদের কবর জিয়ারত, জিকির, দোয়া কালাম পাঠসহ সেমা মাহফিল ও তবারুক বিতরণ হয়।
রাতে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বিশ্ব মুসলিম বিভিন্নভাবে আজ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার। শান্তির ধর্ম ইসলামের বিজয়ের পথ সুগম করতে মুসলমানদের বিশ্বব্যাপী ঐক্যের বিকল্প নেই।
মাহফিলে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ মইনুদ্দীন ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন। আলোচনায় অংশগ্রহণ করেন, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর খান মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ কবির চৌধুরী, বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া মাইজভাণ্ডারী প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement