মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে : হাসনাত আবদুল্লাহ
- কুমিল্লা প্রতিনিধি
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে।
সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আপনাদের পড়াশুনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভাণ্ডার থাকে, তাহলে যেকোনো জায়গায় আপনি মোকাবেলা করতে পারবেন।
ইসলামী চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা