২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`
সুরমা-কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ

বিএসএফের বাধার প্রতিবাদে ফুঁসে উঠেছে সিলেট

-

সিলেটের প্রধান দুই নদী সুরমা-কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা প্রদান এবং গুলি করার হুমকির প্রতিবাদে ফুঁসে উঠছে নদী তীরবর্তী জকিগঞ্জসহ সিলেটের মানুষ। দৈনিক নয়া দিগন্তে গত রোববার গুরুত্ব সহকারে এই খবর প্রকাশিত হওয়ার পর ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষের মধ্যে। আগামী বর্ষা মৌসুমে বন্যার পানিতে সিলেটবাসীকে ডুবিয়ে মারার চক্রান্ত বন্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন সিলেটের মানুষ।
এ নিয়ে দল-মত, শ্রেণিপেশা নির্বিশেষে সবাই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সিলেট শহরে এবং জকিগঞ্জে আলাদা মতবিনিময় সভা, পরামর্শ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল থেকে জকিগঞ্জ পৌরশহরে শুরু হওয়া প্রতিবাদ ও মতবিনিময় সভা রিপোর্ট লেখার সময় অব্যাহত ছিল। সভা থেকে আগামী বর্ষা মৌসুমের পূর্বে ভারতীয় ষড়যন্ত্র উপেক্ষা করে সুরমা-কুশিয়ারা নদীতে বাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement